দেশের কারাগারগুলো এখন বিএনপি নেতা-কর্মীতে ঠাসা : দুলু

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪; সময়: ৬:৪৭ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের কারাগারগুলো এখন বিএনপি নেতা-কর্মীতে ঠাসা। এসব কারাগারগুলোতে ধারণক্ষমতার কয়েকগুন বেশি বিএনপির নেতা কর্মী রয়েছে। প্রতিটি কারাগারের ভেতর কারাবিধির সব সুযোগ সুবিধা কেড়ে নেয়ার নেতা কর্মীরা কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন।

দুলু আরো বলেন, গত ৭ জানুয়ারী বিরোধী দলহীন ডামি নির্বাচন নির্বিঘ্ন ও কণ্টকমুক্ত করার জন্য গুম,খুন,গায়েবী মামলা, হুলিয়া, গ্রেপ্তার, হয়রানি, নিপীড়ন, নির্যাতনের যে ভয়াবহতা চলছিল তা এখনো অব্যাহত রেখেছে এই সরকার। যতই গ্রেফতার, জুলুম ও নির্যাতন করা হোকনা কেন বিএনপি নেতাকর্মীরা এই জালিম সরকারের কাছে মাথা নত করবেনা। জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন চালিয়ে যাবে।

সোমবার জেলা বিএনপি আয়োজিত নাটোরের নির্যাতিত ও কারাভোগকারী ৪৩৭ নেতা কর্মীকে সংবর্ধনা দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,সাবেক এমপি কাজী গোলাম শোর্শেদ, সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহিন , রুহুল আমিন তালুকদার টগর,এ হাই তালুকদার ডালিম, দাউদার মাহমুদ,অসাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে নির্যাতিত নেতা-কর্মীদের হাতে ফুল ও ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন