চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪; সময়: ৯:০৯ pm | 
খবর > ধর্ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।

সোমবার চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে।ফ‌লে মঙ্গলবার থে‌কে রমজান মা‌সের গণনা শুরু হ‌চ্ছে। সে হিসাবে ১২ মার্চ হ‌বে প্রথম রোজা। আর আগামী ৬ এপ্রিল (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

আজ রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানেরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং শেষরাতে সেহেরি খাবেন।

স্কুল বন্ধে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল, আপিল শুনানি মঙ্গলবারস্কুল বন্ধে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল, আপিল শুনানি মঙ্গলবার
সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন