‘মাত্র কয়েক দিনের ক্লাসের জন্য দুই মন্ত্রণালয়ের দৌড়ঝাঁপ বাড়াবাড়ি’

পদ্মাটাইমস ডেস্ক : রমজানের প্রথম ১০দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখলেও ছুটির কারণে ক্লাস হবে মাত্র ৭ দিন। আর মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা থাকলেও ক্লাস হবে মাত্র ৯ দিন। তাই রোজার কয়েক দিন বিদ্যালয় খোলা রাখা বা না রাখা নিয়ে মন্ত্রণালয়ের দৌড়ঝাঁপকে বাড়াবাড়ি বলছেন অভিভাবকরা। আর শিক্ষাবিদরা বলছেন, রমজানে ক্লাস হলেও সংক্ষিপ্ত সময়ের কারণে তা ফলপ্রসূ হয় না।
ফেব্রুয়ারির শেষে হঠাৎ করেই রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু রাখার নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে রমজানে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত স্থগিত করা হলেও নাছোড়বান্দা শিক্ষা মন্ত্রণালয় রমজানের আগের দিন আপিল করে বসে। এ বিষয়ে সর্বোচ্চ আদালত চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আজ মঙ্গলবার (১২ মার্চ)।
এ অবস্থায় মার্চ মাসের ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত ১০ দিন অর্থাৎ ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত আছে শুক্র, শনিবার ও জাতীয় শিশু দিবসসহ তিনদিনই ছুটি। খোলা রাখলেও মাত্র সাতদিন ক্লাস করতে পারবে প্রাথমিকের শিক্ষার্থীরা।
আর শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত ১৫ দিনের মধ্যে অর্থাৎ, ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের শুক্র ও শনিবার আর জাতীয় শিশু এবং স্বাধীনতা দিবসসহ ৬ দিনই ছুটি। মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখলেও ক্লাস হবে মাত্র ৯ দিন।
অভিভাবকরা বলছেন, প্রাথমিকে মাত্র ৭ ও মাধ্যমিকে মাত্র ৯ দিন ক্লাস চালু রাখতে দুই মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ বাড়াবাড়ি। এছাড়া রোজার জন্য ক্লাসের সময় সীমিত করা এবং কোচিংগামিতার ফলে এমনিতেই ক্লাসে অমনোযোগী শিক্ষকরা। ক্লাস চালু থাকলে তীব্র যানজটের আশঙ্কাও তাদের।
শিক্ষাপঞ্জি বিশেষজ্ঞরা বলছেন, রমজানে ক্লাস হলেও সংক্ষিপ্ত সময়ের কারণে তা খুব একটা ফলপ্রসূ হয় না। সারা বছর পাঠ্যক্রম ভালো করে গোছানো থাকলে রোজার সময় স্কুল খোলা রাখার বাধ্যবাধকতার জটিলতায় পড়তে হত না।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, অন্যান্য সময় দেখা যাচ্ছে যে আমরা রিলাক্স মুডে থাকছি। কিন্তু রোজা আসার পর ক্লাস নেয়ার জন্য চাপাচাপি
আর স্কুলের দিবা শাখার ক্লাস শেষ হওয়ার সময়েই শেষ হয় অফিস- আদালত। ফলে যানজট নাকাল হতে হয়ে সব শ্রেণিপেশার মানুষকেই।