রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি নাবিলাহ- সম্পাদক ইরফান

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাবিলাহ হক সিমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইরফান সারোয়ার জীবন।
সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের টিচারস লাউন্জে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় বিদায়ী কমিটির সভাপতি মো. মুজাহিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শুভ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন এ কমিটিতে সহ-সভাপতি পদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো দেওয়ান বাধন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজনেস এডমিনিস্ট্রেশনের অর্পিতা ইসলাম সুচি এবং সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের অন্নেশন চাকমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেমন্ত কুমার ভদ্র, সংগঠনটির ২০২১-২০২২ এর সভাপতি মো. শাহরিয়ার ইমন ও ২০২১-২০২২ এর সাধারণ সম্পাদক মো. ফিদাউল হক এবং অন্যান্য সদস্যবৃন্দ।