রাজশাহীতে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু করলো সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২তম বারের মতো পথচারী ও ভাসমান রোজাদার মানুষদের জন্য মাসব্যাপী ইফতারের ব্যবস্থা করেছে সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্ম ।
মঙ্গলবার (১২ মার্চ) ইফতারের সময় নগরীর কোর্ট স্টেশন মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায় আমরা নতুন প্রজন্মের কার্যালয়ের সামনে কয়েকশো মানুষকে ইফতার করায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ।
প্রায় একযুগ ধরে সংগঠনটির প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর উদ্যোগে মাসজুড়ে কোর্ট স্টেশন মোড়ে মহাসড়ক পথে চলাচলকারী পথচারী ও ভাসমান মানুষদের হাতে ইফতার তুলে দেন সংগঠনটি ।
ইফতার করতে এসে এক রিকশা চালক জানালেন, সারা দিন রোজা রেখে রিকশা চালিয়ে অনেক ক্লান্ত হয়ে যায়। আর এখানে এসে ইফতার করতে পেরে খুব ভালো লাগে। সব ধরনের খাবার দিয়ে পেট ভরে ইফতার করানো হয় এখানে। খেয়েও তৃপ্তি পাই।
আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক বলেন, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টুর একক পৃষ্টপোষকতায় আমরা নতুন প্রজন্মের আয়োজনে রমজান মাসজুড়ে ইফতার মাহফিল ও পথচারি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়, যা আমরা একযুগ থেকে করে আসছি ।
এবিষয়ে আজিজুল আলম বেন্টু জানান, মানবিকতার জায়গা থেকে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। একজন রোজাদারকে ইফতার করানোর মধ্যেও আত্মতৃপ্তি আছে। তিনি সমাজের বিত্তবানদের এসকল ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।