কেশরহাটে শ্রমিক দলের ইফতার মাহফিল

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪; সময়: ৮:৫৫ pm | 
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর শ্রমিক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ আসর কেশরহাট দুই পেট্রোল পাম্পের মাঝে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন মোল্লাহ।
পরিচালনা করেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সচিব প্রভাষক রাইসুল ইসলাম রাসেল। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুসবর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মসিউর রহমান প্রমুখ।
ইফতারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন