বিএনপি নেতা রফিকুল ইসলাম হাসপাতালে ভর্তি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪; সময়: ৩:১৫ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন