আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪; সময়: ১:১৪ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজই (বুধবার) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় ও সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আপিল বিভাগে নিয়োগ পেতে যাচ্ছেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন