বড়াইগ্রামে ৩ কিশোরকে দশ বছরের আটকাদেশ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ১:৩১ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে আকাশ ইসলাম (১৭), তুজাম দেওয়ান (১৬) ও রানা আহমেদ (১৬) নামে ৩ কিশোরকে দশ বছর করে আটকাদেশে দিয়েছে আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত আকাশ ইসলাম বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মৎসজীবি পাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে, তুজাম দেওয়ান সেকেন্দার আলীর ছেলে এবং রানা আহমেদ শাহিদ আলীর ছেলে।

নাটোর জজ আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের একটি খালের পাড় দিয়ে পায়ে হেটে বাড়ীতে ফিরছিল প্রতিবন্ধী ওই যুবতী।

এসময় খালের পাশের একটি গাছের নিচে বসে তাস খেলছিল স্থানীয় তিন বখাটে কিশোর আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানা আহমেদ। প্রতিবন্ধী যুবতীকে একা যেতে দেখে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

এসময় ওই যুবতীর চিৎকার শুনতে পেয়ে পাশের জমিতে কাজ করা শ্রমিকরা এগেিয় এলে কিশোর ধর্ষকরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই যুবতীকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়। ঘটনাটি শুনে প্রতিবন্ধী যুবতীর ভাই সুমন আলী বাদী হয়ে ওই তিনজনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের ১০ বছর করে আটকাদেশ দেন।

অ্যাডভোকেট আনিসুর রহমান আরও জানান, রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন