জাবির জঙ্গলে যুবকের ঝুলন্ত লাশ

প্রকাশিত: মে ৬, ২০২৪; সময়: ১২:৩৫ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জঙ্গল থেকে জিসান আহমেদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৬টায় জাবির শহিদ সালাম-বরকত হলসংলগ্ন জঙ্গলে ওই যুবকের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

জিসান বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগানসংলগ্ন এলাকায় থাকতেন।

কয়েকজন জানান, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করত। রোববার তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস নিতে পারেন।

আশুলিয়া থানার এসআই জিএম আসলাম উজ্জামান জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন