তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা

প্রকাশিত: মে ৮, ২০২৪; সময়: ৯:১৭ pm | 
খবর > নির্বাচন

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ হাজার ৩শ’ ১৬ ভোট বেশি পেয়ে কাপ পিরিচ প্রতিকের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৬হাজার ৩শ’ ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন মটরসাইকেল প্রতিকে ভোট পেয়েছেন ২০ হাজার ৭৯ ভোট।

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিকের প্রার্থী তানভির রেজা ১৩ হাজার ৯৩৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৫শ’ ৩৭ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকের প্রার্থী সোহের রানা পেয়েছেন ২৪ হাজার ৬শ’ ১ ভোট।

অপরদিকে, নারী আসনে কলস প্রতিকের ৭ হাজার ৪ শ’ ২৯ ভোট বেশি পেয়ে কলস প্রতিকের প্রার্থী সোনিয়া সরদার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩০ ৮শ’ ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাগরী ভৌমিক বৈদ্যুতিক পাকা প্রতিকে ভোট পেয়েছেন ২৩ হাজার ৪শ’ ৫৭ ভোট। সেলাই মেশিন প্রতিকে অপর প্রার্থী নাসিমা বিবি পেয়েছেন ৮ হাজার ২শ’ ১৭ ভোট।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন