ইবিতে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট অর্থাৎ ধর্মতত্ত্ব ও ইসলামিক স্ট্যাডিজ অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়েই সমাপ্ত হলো এ বছরের ভর্তি পরীক্ষা।
শনিবার (১১ মে) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবনে ১ হাজার ৯০৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিলো ৯৩ শতাংশ।
ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. আ. ব. ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সন্তুষ্ট। পরীক্ষার হল চমৎকার ছিল। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
অন্যান্য দিনের মতো আজও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. এ.এইচ.এম. আক্তারুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
এদিন পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন শেষে পরীক্ষার সার্বিক বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আপনারা সংবাদকর্মীরা তো সব অবজারভেশনে রাখছেন। কোনো রকম অসংগতি ছাড়াই অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিশেষ করে আজকের পরীক্ষাটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচিতি। এই পরীক্ষা চলছে। এখন আমাদের লক্ষ্য এই সেশন নিয়ে ভাবা যেন সুষ্ঠুভাবে দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি।