মা দিবসে অসহায় মায়েদের পাশে ইবি সি আর সি

প্রকাশিত: মে ১২, ২০২৪; সময়: ৩:৫৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, ইবি : মা দিবসকে কেন্দ্র করে অসহায় মায়েদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সি আর সি)।

রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্বিবদ্যালয়ের ডায়না চত্ত্বরে সংগঠনটির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত ১০ জন মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

সংগঠনটির সভাপতি শাহীদ কাওসারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাসেমী, ঐক্য মঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন, সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির অন্যতম সামাজিক সংগঠন তারুণ্য’র সভাপতি মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়সহ সি আর সি সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

সি আর সি’র সভাপতি শাহীদ কাওসার বলেন, কাম ফর রোড চাইল্ড (সি আর সি)-এর প্রধান কাজ সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কাজ করা।

কিন্তু আজকের মা দিবসে আমরা অবহেলিত, অসহায় এবং দারিদ্র মায়েদের জন্য এই মা দিবসে কিছু করতে পেরে আমরা সি আর সি সংগঠন অনেক আনন্দিত। পৃথিবীর সকল মায়েরা যেন ভালোবাসায় থাকে সেই প্রত্যাশা রাখি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন