মোহনপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বকুলের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ মে মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুল নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে উপজেলার কামারপাড়া বাজার, কেশরহাট, মোহনপুর, ত্রিমোহনী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি বাইক নিয়ে শোডাউন করেন।
এসময় উপজেলার ৫ শতার্ধিক বাইক আরোহী তার এ বাইক শোডাউনে অংশ গ্রহন করেন। সকলে চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুলের আনারস প্রতিকের প্রচারণা চালিয়েছেন।
মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুল বলেন, আমি আপনার দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। এবার আমি মোহনপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমি আশা করি, আপনারা ২৯ মে আনারস প্রতিকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে আপনাদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সকল সমস্যার সমাধান করে এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ্।