সিরাজগঞ্জে হেরোইন উদ্ধার মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

প্রকাশিত: মে ১৯, ২০২৪; সময়: ৭:৪৯ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হেরোইন উদ্ধারের মামলায় ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ  দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। কারা দণ্ডপ্রাপ্তরা হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে রনি (২৭) এবং একই গ্রামের হাচেন আলী সরদারের ছেলে মো. আজিম (৩০)

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে পুলিশের মাদক বিরোধী চলে। তখন মাদক ব্যবসায়ী রনি ও আজিমকে আটক করে পুলিশ।  তখন তাদের দেহ তল্লাশি চালিয়ে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে আদালতে। এরপর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ঐ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন