চাপ নেই ভোটারের, ফেসবুক রিলস দেখে সময় কাটাচ্ছেন পোলিং অফিসার

পদ্মাটাইমস ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।
সকাল ১০টা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে একই চিত্র দেখা গেছে। পোলিং অফিসার, এজেন্ট এবং প্রিসাইডিং অফিসাররা অলস সময় পার করছেন।
উপজেলার লোলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী বুথের পোলিং অফিসার মরিয়ম আক্তার। সকাল পৌনে ১০টার দিকে ওই কেন্দ্রের নারী বুথে গিয়ে দেখা যায়, তিনি বসে ফেসবুক রিলস দেখে দেখে সময় কাটাচ্ছেন।
তিনি বলেন, ভোটার উপস্থিতি খুবই কম। আমরা অলস সময় পার করছি। দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৯টি।
এই কেন্দ্রের অপর একটি বুথে গিয়ে দেখা গেছে, পোলিং অফিসাররা কক্ষে বসে আছেন। তবে দায়িত্বরত এজেন্টরা বাইরে কক্ষের বাইরে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে দুয়েকজন ভোটার এলে তারা ভেতরে প্রবেশ করে ভোটগ্রহণ করছেন।