শিবগঞ্জে মহিলাদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি

প্রকাশিত: মে ২৩, ২০২৪; সময়: ৪:৫২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক ফাইমা বেগমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মোকামতলা ইউনিয়ন পরিষদের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য।

বৃহস্পতিবার (২৩ মে) সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শাহাজাদী লায়লা আরজুমান বানু ও সাধারণ সম্পাদক নাজমা আকতারের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করার প্রমাণ থাকায় তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তিনি গত সংসদ নির্বাচন কার্যক্রমেও অংশগ্রহণ করে বলে দলীয় লোক জানান।

এছাড়াও একই উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনুল হককে উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে তাকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন