নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: মে ২৪, ২০২৪; সময়: ৪:০০ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

এসময় বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক হাসান আজিজুল হক সাহিত্য পুরস্কার (ভ্রমণসাহিত্য) অর্জন করায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার আনসার উদ্দিন এবং কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আব্দুর রউফ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস আলী।

বিভাগের শিক্ষক সাবরিন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রাপ্তি সাহা, এহসান আহম্মেদসহ বিদায়ী শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের অভিমত ব্যক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন