মোহনপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: মে ২৫, ২০২৪; সময়: ১১:৫৮ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে শনিবার (২৫ মে) বেলা ১১ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংগ্লন্ন কেশরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানসমূহে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান বলেন, ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই।

আওয়ামী নেতাদের কথায় উপজেলার বিগত ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক কামারুজ্জামান হেনা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা হিটলার, শফিকুল জীবন, ইসাহাক আলী।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন শাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আলম, কাটাখালি পৌরসভা যুবদলের সদস্য সচিব এস.এম কাউসার, কেশরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলম।

ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাদ আহমেদ, যুবদলের নেতা হাফিজুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি বাদশা মিয়া, বাকশিমইল ইউনিয়নের ছত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব সরদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন