বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশিত: মে ২৫, ২০২৪; সময়: ৮:৩২ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. হাজেরা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ তুলে ধরেন এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক জীবনাদর্শ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ, সুখী-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন