নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

প্রকাশিত: মে ২৮, ২০২৪; সময়: ১০:৫৬ am | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১২ টার দিকে ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- আইকিউএসির পরিচালক ও বাংলা বিভাগের প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. আব্দুল কুদ্দুস, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরে এলিস আকতার জাহান, সহকারী অধ্যাপক ড. মাসুমা খানম।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্র ও নজরুল কে না জানলে পুনাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠা কঠিন। মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে রবীন্দ্র ও নজরুলকে জানা অত্যাবশকীয় বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন