ডিজিটাল ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স পাচ্ছে নগদ

প্রকাশিত: মে ২৯, ২০২৪; সময়: ১১:৪৩ am | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : ডিজিটাল ব্যাংক হিসেবে প্রথম চূড়ান্ত লাইসেন্স পাচ্ছে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নীতিগত অনুমোদন পাওয়া অন্য প্রতিষ্ঠান কড়ি সব কাজ গুছিয়ে আনতে না পারায় আরও ছয় মাস সময় নিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঋণ বিতরণে গ্রাহকের যোগ্যতা যাচাইয়ে প্রাইভেট ক্রেডিট ব্যুরো (পিসিবি) নামে আলাদা সংস্থা গড়ে তোলার বিষয়ে সায় দিয়েছে পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য পরিচালক এবং ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডিজিটাল ব্যাংক ছাড়াও গতকালের সভায় সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, খেলাপি ঋণ কমানোর উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিভিন্ন প্রক্রিয়া শেষে গত বছরের ৮ আগস্ট নগদ ও কড়ির ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় মোট ৫২টি আবেদন পায় বাংলাদেশ ব্যাংক। যাচাই-বাছাই শেষে বিকাশসহ ৯টি প্রস্তাব পাঠানো হয় পর্ষদে।

এসব প্রতিষ্ঠান শর্ত মেনে সব কাগজপত্র জমা দিয়েছিল। তবে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’ এবং ‘কড়ি ডিজিটাল পিএলসি’কে সম্মতিপত্র ইস্যুর নীতিগত সিদ্ধান্ত হয়। ৬ মাসের মধ্যে মূলধন জোগানসহ সব ধরনের কাজ সম্পন্ন করে আসতে বলা হয় চূড়ান্ত লাইসেন্সের জন্য। তবে কড়ি আরও ছয় মাস সময় নিয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন