নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

প্রকাশিত: জুন ১, ২০২৪; সময়: ৩:৪৭ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : আগামী ৫ জুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে প্রার্থীরা ভোট প্রার্থনায় ততই ব্যস্ত হয়ে পরেছে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী শুভ আহম্মেদ উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সেবামূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে টিউবওয়েল প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

তিনি বলেন, আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। সেই সুযোগ পেতেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন জনসেবামূলক কাজে বেশি গুরুত্ব দিবো।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন