ওয়ার্ল্ড ভিশনে চাকরির নিয়োগ

প্রকাশিত: জুন ৩, ২০২৪; সময়: ৩:১০ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির আরইএসিটিএস ইন প্রজেক্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: গ্রান্টস ফিন্যান্স কোঅর্ডিনেটর, ১টি।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর হিসাববিজ্ঞানে বিকম ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। কর্মস্থল ঠাকুরগাঁওয়ে।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৮০,০০০-৯০,০০০ টাকা করে দেয়া হবে। সেইসঙ্গে টি/এ, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ১টি উৎসব বোনাস সংস্থার নীতিমালা অনুযায়ী দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন