নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
প্রকাশিত:
জুন ২৩, ২০২৪; সময়: ১২:১০ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা উপজেলায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ শে জুন ২০২৪) দুপুরে নলডাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সবায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত মতবিনিম সবায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা আনার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম হাদু, সহ সভাপতি রইচ উদ্দিন রুবেল সহ নাটোর জেলা, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ নলডাঙ্গা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।