পোরশায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত:
জুন ২৩, ২০২৪; সময়: ৫:১১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার নিতপুর দলীয় কার্যালয়ে উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষ্যে এক র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
পরে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি গোলাম হাফিজ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।