বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা
প্রকাশিত:
জুন ২৫, ২০২৪; সময়: ৪:৩১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত ও দোয়া খায়ের করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, সদস্য মুক্তার হোসেন, যুবলীগ নেতা শিহাব চৌধুরী, শরিফ উদ্দীন তুহিন, কল্লোল মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটি রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।