বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী মহানগর যুবলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রকাশিত: জুন ২৫, ২০২৪; সময়: ৮:৪৫ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত ও দোয়া খায়ের করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত রাজশাহী মহানগর যুবলীগ কমিটির সভাপতি মনিরুজ্জামান খান মনির এবং সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নতুন কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোরসালিন হক রাবু, সহ-সম্পাদক এস এম আশিকুর রহমান অদ্বিত।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন