জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে- জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের অডেটোরিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হলে, সেখানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য জাতীয় নির্বাহী কমিটির ফয়সল আলীম, জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য ও জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের জহুরুল ইসলাম।