নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুলগাছ দিলো রাবি সায়েন্স ক্লাব
প্রকাশিত:
জুলাই ৮, ২০২৪; সময়: ২:০৬ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে বেশকিছু ফুলের চারাগাছ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে রোপণের জন্য প্রদান করা হয়েছে।
সোমবার (০৭ জুলাই) ক্যাম্পাসে এই ফুলগাছ রোপণ করেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক এবং উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির রেজিস্ট্রার, টিএসসির পরিচালকসহ কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি মাসুদ, সহ-সভাপতি জিন্নাত আরা জেবিন, কোষাধ্যক্ষ গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ এবং সমাজ কল্যাণ সম্পাদক শাহিনুর ইসলাম।