রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত ওয়ার্ড কমিটি বাতিলের দাবি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪; সময়: ৮:৪৩ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের আহবায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতারা।

রোববার (১৪ জুলাই) বিকেলে নগরীর ২৯নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

মতিহার থানা ওয়ার্ড বিএনপির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশকে অবজ্ঞা করে নির্যাতিত নেতা-কর্মীদের কমিটিতে না রেখে আওয়ামী লীগের এজেন্টদেরকে কমিটিতে রাখার অভিযোগ তোলা হয়।

এসময় ২৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ উকিল বলেন, আমি গত ১৫ বছর যাবত ওয়ার্ড যুবদলের দায়িত্ব পালন করেছি, বর্তমানে যে কমিটি ঘোষণা করা হয়েছে আমাকে সেখানে অসম্মানজনক জায়গায় রেখে অপমান করা হয়েছে । আমি এই কমিটিকে দ্রুত বিলুপ্ত ঘোষণার দাবি জানাচ্ছি। পাশাপাশি মহানগর বিএনপিকে ত্যাগী নির্যাতিত নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার অনুরোধ করছি ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর তাঁতিদলের দপ্তর সম্পাদক ইলিয়াস আহমেদ, মতিহার থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক শরীফ, মতিহার থানা মৎস্যজীবী দলের সভাপতি ভুট্টু, মতিহার থানা মৎস্যজীবী দলের আব্দুস সালাম, ২৯ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সহ-সভাপতি গাজলুসহ পদবঞ্চিত নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ জুলাই) রাজশাহী মহানগর শাখার আওতাধীন ৩০টি ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করে মহানগর বিএনপি ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন