চারঘাটে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বন্ধুর ডাকে মিষ্টি খেতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের মারপিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিও) তে মৃত্যূর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাব্বি (২৩) নামের এক যুবক। গত ৭২ ঘন্টা চিকিৎসায় থাকলেও অদ্যবধি জ্ঞান ফিরেনি আহত যুবক রাব্বির। অভিযোগ আহত রাব্বির পিতা রাসেদুল ইসলামের। এ বিষয়ে আহত রাব্বির পিতা রাসেদুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উপজেলার সদর ইউনিয়নের বড়বড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার রাতে আহত রাব্বি তার পিতার সঙ্গে তার নিজ বাড়ীর পাশে খেড়ুর মোড়ে চায়ের দোকানে কাজ করছিল। এমন সময় রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী গোপালপুর ধোপাপাড়া এলাকার জনৈক আব্দুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাকিব ডাকরা বাজারে মিষ্টি খাওয়ার কথা বলে রাব্বিকে ডেকে নিয়ে যায়। এরপর রাত দশটার দিকে একটি অপরিচিত মোবাইল থেকে রাব্বির পিতাকে ফোন করে জানানো হয় তার ছেলেকে মারপিট করে বড়বড়িয়া এলাকায় একটি ঘরে বন্দি করে রেখেছে। এরপর রাব্বির পিতা রাসেদুল ইসলাম এলাকার ইউপি সদস্য আব্দুল মান্নানকে সঙ্গে নিয়ে বড়বড়িয়া বাজারের একটি ক্লাব ঘরে আহত অবস্থায় তার ছেলেকে দেখতে পায়। এসময় আটক রাখা সংঘবদ্ধ চক্রটি রাব্বির পিতার কাছ থেকে ১ লাখ টাকা চাদা দাবি করেন।
পরে ছেলের অবস্থা বেগতিক দেখে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাব্বিকে তার পিতার হাতে তুলে দেয় ওই সংঘবদ্ধ চক্রটি। পরে ওই রাতেই আহত অবস্থায় রাব্বিকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে রাব্বির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিও) তে রেখে চিকিৎসা প্রদান করেন। ঘটনার ৭২ ঘন্টা প্রেরিয়ে গেলেও অদ্যবধি রাব্বির জ্ঞান ফিরেনি বলে জানান রাব্বির পিতা রাসেদুল ইসলাম।
এ বিষয়ে রাব্বির পিতা রাসেদুল ইসলাম বড়বড়িয়া গ্রামের জনৈক গিয়াস উদ্দিনের ছেলে রানা, রিপন, ও মনির হোসেন, গোপালপুর ধোপাপাড়া গ্রামের জনৈক আব্দুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম ও বাঘা উপজেলার তুলশিপুর গ্রামের জনৈক রকশেদ আলীর ছেলে রাব্বিকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ তদন্তকারী চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তরা কেউ বাড়ীতে নেই। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।