রাজশাহীতে বিএনপির গায়েবী জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪; সময়: ৩:০৯ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ যোহর রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে গণতান্ত্রিক আন্দোলন সমমনা দলের ব্যানারে মহানগর বিএনপির আয়োজনে এই গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ গ্রহণ করেন, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় বিএনপির সদস্য জাহান পান্না, দেবাশীষ রায় মধু, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. এরশাদ আলী ঈসা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল মারশাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল হক রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোম্তফা মামুন, কেন্দ্রীয় কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন