রাবির হবিবুর হলে ছাত্রলীগের ১২ কক্ষে হামলা, ভাঙচুর, আগুন

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি, গতকাল সারা দেশের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আবারও বিক্ষোভ শুরু করেছেন।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। আন্দোলনকারীরা শহীদ হবিবুর রহমান হলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করেছেন।
এর আগে সকাল ১০টা থেকেই শহীদ হবিবুর রহমান খেলার মাঠে খণ্ড খণ্ড দল বেঁধে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১০টা ৪০ মিনিটে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা একপর্যায়ে শহীদ হবিবুর রহমান হলের ছাত্রলীগ নেতাকর্মীদের অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করেন।
এ সময় কয়েকটি কক্ষ থেকে রামদা, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র রুমের বাইলে ফেলে গিয়ে তাতে অগ্নিসংযোগ করে। এর পর তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে পশ্চিমপাড়া ছাত্রী হলগুলোর দিকে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাঁদের দাবি তুলে ধরবেন।