নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা
প্রকাশিত:
জুলাই ২৭, ২০২৪; সময়: ৬:৫৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের নব গঠনকৃত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল বারী খানসহ অন্যান্য সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামানিক পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক সদস্য দিদার হোসেন ভুলু ও জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি মো. শাহজাহান আলী।
উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য তাজিম আলী মিলন, লিমা রানী, সেলিমুর রহমান, সুরাইয়া পারভীন ও অফিস সহকারি ইবনে সৌওয়ুদ স্বপন।