রাজশাহীতে বিএনপির কমিটি থেকে ২ জনের পদত্যাগ
প্রকাশিত:
জুলাই ২৮, ২০২৪; সময়: ১২:২৮ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : কিছু না জানিয়েই রাজশাহীতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে দুজনকে পদ দেওয়া হয়েছে। তবে ওই দুজন রাজনীতি করবেন না জানিয়ে পদত্যাগ করেছেন। গত বুধবার নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে ডাকযোগে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগ করা দুই ব্যক্তি হলেন হায়দার আলী ও মাহমুদুল হক রুবেল। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁদের।
পদত্যাগপত্রে বলা হয়েছে, মহানগর বিএনপি ঘোষিত কমিটিতে তাঁরা কোনো পদ চাননি। তাঁদের মতের বিরুদ্ধে কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ পদ গ্রহণ করতে তাঁরা ইচ্ছুক নন। তাঁরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে চান না। তাই তাঁরা পদত্যাগ করছেন।