পুঠিয়ায় প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪; সময়: ৭:১৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র সহায়তা তহবিল হতে অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেন আব্দুল ওয়াদুদ দারা এমপি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ রোববার ২৮ জুলাই ২০২৪ইং বেলা সাড়ে ১১ টার দিকে এই চেক বিতরন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, আ’লীগ নেতা গোলাম ফারুক, উপজেল কৃষক লীগের সাবেক সভাপতি রাজিবুল হক রাজিব, বিদ্যালয়ের ম্যানেজিক কমিটির সভাপতি সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজের আলী,পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম জাহাঙ্গীর আলম জুয়েলসহ আরও অনেকে।

উক্ত চেক গরীব দুঃখী,অসহায় ও দুস্থ ২০টি পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার একান্ত ব্যক্তিগত সহকারী বদিউজ্জামান বদি জানান ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন