আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির: আইনমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪; সময়: ২:৩৯ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাহী আদেশে আগামীকালের (বুধবারের) মধ্যেই নিষিদ্ধ হবে জামায়াত-শিবির। আইনগত দিক খতিয়ে দেখতে বিকেল বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের। আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার।

এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুলাই) আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন