পুঠিয়ায় বৃক্ষরোপন অভিযান

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪; সময়: ৭:১৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্যালয় এই অনুষ্ঠানের আয়েজন করা হয়। এ সময় তাদের নিজ অফিস প্রঙ্গনে এবং ক্লাব সমিতিতে ফলদ, বনজ ও ঔষধী ১২৫ টি গাছের চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নুরু হোসেন নির্ঝর, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা প্রশিক্ষিকা রহিমা খাতুন সহ বাহিনীর দলনেতা দলনেত্রী ও আনসার কমান্ডারগণ প্রমুখ।

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন