বাঘায় জেলা ডিবি পুলিশের অভিযানে ২৬০ বোলত ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: আগস্ট ১, ২০২৪; সময়: ৮:২৮ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার ডিবি পুলিশের অভিযানে বাঘায় ২৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে বাঘা গোকুলপুর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে ও ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই আব্দুল করিম ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবা রাত ১ টার দিকে বাঘা থানার গোকুলপুর গ্রামস্থ তাহেরের ঘাটের পশ্চিম পার্শ্বে মসজিদ হতে ১০০ গজ পশ্চিমে বট গাছের নিচে হইতে মাদক ব্যবসায়ী মোঃ ফজর আলী (৩০) কে ২৬০ বোলত ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ফজর আলী কুষ্টিয়া দৌলতপুর থানার বাংলাবাজার গ্রামের নোমান ব্যাপারীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-০১, তাং-০১/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনীর ১৪(গ)/৪ জেলা ডিবি পুলিশে এসআই আব্দুল করিম বাদি হয়ে মামলা দায়ের করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন