বাগমারায় বীর মুক্তিযোদ্ধা ইনসান মাষ্টারের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হকের শোক প্রকাশ

প্রকাশিত: আগস্ট ১, ২০২৪; সময়: ৮:৩০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টার শারীরিক ভাবে অসুস্থ হলে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মরহুম বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টারের বাড়ি গনিপুর ইউনিয়নের চকহায়াতপুর গ্রামে। তিনি শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় জড়িত ছিলেন। মরহুম ইনসান আলী মাষ্টারের এক ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এবং আরেক ছেলে মোহনগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক হারুনুর রশীদ।

মরহুম বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন