বাঘায় বিএনপির নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বিষ্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতা, কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশকে শুক্রবার (২ আগষ্ঠ) বাউসা ইউনিয়নের নিজ গ্রাম আড়পাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার হোসেন পলাশ মনিগ্রাম আদর্শ কলেজের শিক্ষক ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক।
স্থানীয়রা জানান,নিজ গ্রামের জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময়ে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে গ্রেপ্তার করে। এসময় তাদের পরিচয় জানতে চাওয়া হয়। পওে পুলিশের গাড়ি এসে তাকে তুলে নিয়ে যায়।
জানা যায়, এর আগে বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রনজু,ইউপি সদস্য রবিউল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,মশিদপুর গ্রামের সহিদুল ইসলাম, সাবদারুল করিম, মশিউর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম, চন্ডিপুর গ্রামের নাসির উদ্দিন, পলাশী ফতেপুর গ্রামের মোস্তাফিজুর রহমান,মিলিকবাঘা গ্রামের আলমগীর হোসেন,তুলশিপুর গ্রামের বাবুল হোসেনসহ বিএনপি-জামায়াতের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়,কোটা সংস্কার আন্দোলনকে পূঁজি করে গত ১৭ জুলাই গোপন বৈঠক করাকালিন সময়ে বাঘা থানার উপ পরিদর্শক(এসআই) শাহনেওয়াজ সজল সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়াসহ পুলিশের ওপর হামলা করা হয়। মশিউর রহমান, সালে আহমেদ সালামকে গ্রেপ্তারের সময় আসামিগন পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপসহ ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এতে অফিসার- ফোর্স সামান্য আহত হয়। পরে অবিস্ফোরিত ৩টি ককটেল ও ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষসহ ৯টি লোহার রড,১৭টি বাঁশের লাঠি ও ১০টি ইটের ভাঙ্গা টুকরা উদ্ধার করা হয়।
১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে পেনাল কোড ১৮৬০,তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক আইন (সংশোধনী/০২) এর ধারায়৩/৪ ধারায় মামলা রজু করেন। এতে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০জন জনকে আসামী করা হয়। তবে গায়েবি মামলার দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন,এধরনের কোন ঘটনাই ঘটেনি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২ আগষ্ট) পর্যন্ত আনোয়ার হোসেন পলাশসহ ২০ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।