সুপ্রিম কোর্টের বিচারকার্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪; সময়: ১০:২৫ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেক্স : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচার কার্যক্রম) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন