রাণীনগরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪; সময়: ৯:৩৯ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মুক্তিযোদ্ধসহ গত ছাত্র জনতার গণ-আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে রাণীনগর থানা বিএনপির আয়োজনে থানা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন। অনুষ্ঠানে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এচাহক আলী,মকলেছুর রহমান বাবু,প্রভাষক জাকির হোসেন,মেজবাউল হক লিটন, নয়ন খান লুলু,থানা যুব দলের আহ্বায়ক এমদাদ ইসলাম,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদুল হোসেন বেলাল,থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন