সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও স্বামীর নামে অস্ত্র মামলা দায়ের

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৬:২০ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর সময়ের মধ্যে লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেয়ায় হেনরী ও তার স্বামী লাবুর শর্টগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।

অপর দিকে, গতকাল স্থানীয় এলাকাবাসীর সংবাদে সদর উপজেলার ফুলকোচায় নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচ একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে দুটি অত্যাধুনিক শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সদর থানা পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র ম্যাগজিন ও  গুলিগুলো  সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বলে যাচাই বাছাই করে নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) হুমায়ুন কবির ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন