ভলেন্টিয়ার্স অফ রাজশাহীর সভাপতি জুবায়ের সেক্রেটারির ইমন

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে দেশ সংস্কারের কাজে গঠন করা হয় ভলেন্টিয়ার অফ রাজশাহী ফেসবুক গ্রুপ। ৫ আগস্টের পর থেকে নতুন ভাবে রাজশাহীকে সাজিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন এখানকার স্বেচ্ছাসেবকরা।
রাজশাহী নগরীর সড়ক বিভাজনে লাগানো সৌন্দর্যবর্ধক ফুলের গাছ নষ্ট হয় শিক্ষার্থী-জনতার বিজয় মিছিলে। পরে নষ্ট হওয়া ফুলের গাছ নতুনভাবে রোপণের মাধ্যমে যাত্রা শুরু করে ভলেন্টিয়ার অফ রাজশাহী।
এরপর শহর পরিস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন, দেয়ালে দেয়ালে দ্রোহ আর বিজয়ের গ্রাফিতি আঁকিয়ে নতুন করে সাজিয়ে তোলেন গ্রীন ক্লিন সিটি রাজশাহীকে । এছাড়াও লুটপাট হওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধারসহ সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন তাঁরা।
চলমান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের আরও বেশি ভূমিকা রাখতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুবায়ের মাহমুদ সাধারণ সম্পাদক করা হয়েছে ইমন ইসলামকে।
দুর্নীতি,মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর রাজশাহী গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন, আমাদের একবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবো কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিয়ে নতুন রাজশাহী গড়ে তুলতে। এতে রাজশাহীবাসীর পরামর্শ এবং সহযোগিতা প্রয়োজন।