তানার চাকুরী জাতীয়করণর দাবিত মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্বারক লিপি প্রদান 

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪; সময়: ১০:২৩ pm | 
খবর > রাজশাহী

সাইদ সাজু, তানার : ‘বৈষম্য দুরীকরণ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়’ এইপ্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা।

মঙ্গলবার বলা ১১ টার দিকে তানোর থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষকরা। ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন শেষে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমির উদ্দীন, তানোর পৌরসভার উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক রবিউল ইসলাম মটু, প্রাণপুর উচ বালিকা বিদ্যালয়র প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা।

জিওল দারুছুনাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দীন মিয়া, চাঁদপুর দ্বিতীয় উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক আবু হনা তানোর বালিকা উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন