জেলেনস্কির সঙ্গে বসতে যাচ্ছেন ট্রাম্প
পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প টাওয়ারে তাদের এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি অনেকদিন ধরেই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাচ্ছিলেন। তবে এই বৈঠক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দোদুল্যমান ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করার পরপরই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন ট্রাম্প।
নতুন করে এই সহায়তা দেওয়ার মূল লক্ষ্য কিইভকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হতে সাহায্য করা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করতে পারলে তিনি রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে একটি চুক্তি নিয়ে দ্রুত আলোচনা করতে পারবেন।
ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমি আগামীকাল (শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিটে তার সঙ্গে বৈঠক করব।”
তবে সপ্তাহের শুরুতে মনে হয়েছিল ট্রাম্প জেলেনস্কির বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করবেন। মস্কোর সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ইউক্রেইনকে তার কোনো ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে কিনা, এমন প্রশ্নে ট্রাম্প সেই সম্ভাবনা উড়িয়ে দেননি।
“আমরা দেখব কী করা যায়,” তিনি বলেন।
এদিকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ করার খবরটি ঘোষণা করার আগেই, হ্যারিস ইউক্রেইনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি জানান।
ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে হ্যারিস বলেন, যারা রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য ইউক্রেইনের জমি বিনিময় করতে চায় তারা ‘আত্মসমর্পণের প্রস্তাব’ সমর্থন করছে।
রাশিয়ার সঙ্গে চুক্তি না করায় ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করার একদিন পরই হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে কথা বলেন কমলা হ্যারিস ।
এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার আগে ইউক্রেইনের নেতা বলেছিলেন, তিনি হ্যারিস, ট্রাম্প ও বাইডেনের কাছে যুদ্ধ বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করতে চান।
জেলেনস্কির সঙ্গে কমলা হ্যারিসের এটি সপ্তম বৈঠক এবং চলতি বছরে তৃতীয় বৈঠক হলেও ২০২১ সালে ট্রাম্পের প্রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম তারা সরাসরি বৈঠকে বসবেন। তবে চলতি বছরের জুলাইয়ে দু’জনের মধ্যে ফোনে কথা হয় বলে জানিয়েছে রয়টার্স।