দশম গ্রেডের দাবীতে বাগমারায় সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪; সময়: ৬:০১ pm | 
খবর > রাজশাহী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেনীর পদমর্যদার (১০ গ্রেড) করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষকেরা।

মানববন্ধন শেষে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন। উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেনী বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই মানববন্ধনের আয়োজন করেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ম্নাতক বা সমমানের বেতন গ্রেড দশম হলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এমন বৈষম্য কেন? তারা বর্তমান সরকারের আমলে বৈষম্য দুরীকরনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দ্বিতীয় শ্রেনীতে আনার দাবী জানান।

এছাড়াও পুলিশ, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, সহকারী কৃষি অফিসার, সরকারী বিভিন্ন দপ্তরের ম্নাতক সমমান কর্মকর্তা নিয়োগের বেতন দশম গ্রেড করা হয়েছে। তাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবী অতিদ্রুত উপরোক্ত দপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে দশম গ্রেডে বেতন দেয়ার দাবী জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক বাবর আলী, এস,এম ফরহাদ হোসেন, ইখফার হোসেন, উচমান গনি, জোবায়ের কিবরিয়া, নাজমুল হক, আব্দুস সাত্তার, আয়েশা আক্তার, আব্দুল মোহাইমিন প্রমুখ। মানবন্ধন শেষে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, স্বারক লিপি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের জন্য প্রধান উপদেষ্ঠার মহদোয়ের কাছে আবেদন করেছেন। আমি সেটা পাঠিয়ে দিয়েছি বলে তিনি জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন