কচুয়ায় বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪; সময়: ১:০১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় দুর্নীতি প্রতিরোধে গণচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং কচুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় রোববার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, সহকারী প্রধান শিক্ষক পুলিন সরকার, সাংবাদিক মানিক সরকার, সহকারী শিক্ষক সেলিম মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন শিক্ষক ফজলুর রহমান ও মহিউদ্দিন মানিক এবং বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক ঈমাম হোসেন, তাছলিমা আক্তার ও তাহামিনা আক্তার।

প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন